INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে কিডনি দিবস পালন

সখীপুরে কিডনি দিবস পালন

সখীপুর প্রতিনিধি : "সবার জন্য কিডনি স্বাস্থ্য - অপ্রত্যাশিত দুর্যোগে ঝুঁকিপূর্ণদের সহায়তায় করনীয়" এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে 
 সখীপুরে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়। 

আজ ৯ মার্চ বৃহস্পতিবার সকালে “ক্যাম্প কিডনি ডায়ালাইসিস সেন্টার" এ শোভাযাত্রার আয়োজন করে। 

শোভাযাত্রায় ক্যাম্পের ডা.সাবিহা আক্তার রুমি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, এসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার আবু তাহের সর্দার, ডায়ালাইসিস ইনচার্জ লোকমান হোসাইন, মেডিকেল টেকনোলজিস্ট তানভীর আহমেদ, স্কাউট লিডার মধুসূদন প্রমুখ অংশ গ্রহণ করে। 
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

সখীপুর প্রতিনিধি 
০৯.০৩.২৩