INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে পোল্ট্রি ফিড, বাচ্চার মূল্য বৃদ্ধি ও ডিমের  দাম কম হওয়ায় খামারীদের প্রতিবাদ

সখীপুরে পোল্ট্রি ফিড, বাচ্চার মূল্য বৃদ্ধি ও ডিমের দাম কম হওয়ায় খামারীদের প্রতিবাদ

টাঙ্গাইলের সখীপুরে পোল্ট্রি ফিড ও বাচ্চার মূল্য বৃদ্ধি এবং ডিমের দাম কম হওয়ার প্রতিবাদে খামারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার(০৮ মার্চ) সকালে উপজেলার ডাকবাংলো কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
সখীপুরের সর্বস্তরের পোল্ট্রি খামারী ও ব্যবসায়ীদের আয়োজনে খামারী সমাবেশে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও তালুকদার ফিডের সত্ত্বাধিকারী আনোয়ার হোসেন তালুকদার। 

এসময় টাঙ্গাইল জেলা পোল্ট্রি খামার রক্ষা পরিষদের সভাপতি, বোয়ালী কলেজের অধ্যক্ষ সাইদ আজাদ, 
সফল উদ্যোক্তা ছানোয়ার হোসেন ম্যালিটারী, সখীপুর পোল্ট্রি ডিলার এসোসিয়েশনের সভাপতি খোকন সিকদার, হায়দার আলী,ফরিদ মিয়া, নারী উদ্যোক্তা ফরিদা আক্তার প্রমুখ।

এসময় খামারীরা অভিযোগ করেন, ডিমের বাজার বাড়ার সাথে সাথেই খাদ্যের দাম রহস্যজনক ভাবে বেড়ে যায়। এতেই বুঝা যায় দেশের প্রোল্ট্রি শিল্প কতটা সিন্ডিকেটের সাথে জড়িত।

একাধিক খামারী অভিযোগ করেন সখীপুরের প্রাণকেন্দ্রে প্রাণিসম্পদ অফিস থাকলেও এই অফিস থেকে আমরা কোন ধরেন সহায়তা বা দিকনির্দেশনা পাই না। এসময় বক্তারা বাজার মনিটরিংয়ের ব্যাপারে জাতীয় ভোক্তা অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন।

আলোচনা শেষে ৩১ সদস্যবিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।