INFO Breaking
Live
wb_sunny

Breaking News

কালিহাতীতে প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সাহায্য বিতরণ

কালিহাতীতে প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সাহায্য বিতরণ

সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে চারান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪৩ জন দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ৮৫ হাজার নগদ টাকা বিতরণ করেন, স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী , ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, কোকডহরা ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহমেদ রাজু, কোকডহরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাকের হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, গ্রামীণ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (সিআরডিডি)'র নির্বাহী পরিচালক সিফাত মোহাম্মদ আরেফীন।