
সখীপুর
পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে---জেলা পুলিশ সুপার
নিজস্ব প্রতিনিধি: শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার আহবান জানালেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
০৯ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার উপজেলার সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
এসময় তিনি আরো বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে প্রকৃত মুক্তিযোদ্ধের ইতিহাস তুলে ধরতে হবে। এছাড়া শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মাদকের ভয়াবহতা তুলে ধরে তাদেরকে সতর্ক থাকার আহবান জানান তিনি।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবুর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, সখীপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, উপজেলা শিক্ষা অফিসার ঝিল্লুর রহমান প্রমুখ।