শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

সখীপুরে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এমপিও হওয়ায় স্থানীয় এমপিকে উষ্ণ সংবর্ধনা

খাঁন আহম্মেদ হৃদয় পাশা সখীপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুর পৌর সভার ৮ নং ওয়ার্ডের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এমপিও হওয়ায়, বাসাইল সখীপুর এর জাতীয় সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের এমপিকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এ
সংবর্ধনার আয়োজন করা হয়।

জানা যায়,আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি প্রভাষক জুলফিকার শামীমের নেতৃত্বে অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন সখীপুর পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ,সখীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান শরীফ পান্না,অধ্যাপক নজরুল ইসলাম খান,চর্চাপদ গবেষক প্রফেসর আলীম মাহমুদ,অধ্যক্ষ রফিক ই রাসেল, প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর,
দুলাল চেয়ারম্যান,আতোয়ার চেয়ারম্যান,আনোয়ার চেয়ারম্যান,আসিফ চেয়ারম্যান,  হারেজ বিএসসি চেয়ারম্যান,মীর জহির হাসান,জাহিদ হাসান,শিক্ষার্থী,অবিভাবক,
ম্যানেজিং কমিটির সদস্য,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দসহ মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন ইউনিটির নেতৃবৃন্দ সহ প্রমুখ।

এসময় বক্তৃতায় বক্তাগণ, বর্তমান সরকারের উন্নয়ন আলোচনা ও স্থানীয় এমপি জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের এর কর্মকাণ্ডের ভুয়সী প্রশংসা করে বক্তব্য দেন।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership