INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে তিনদিন ব্যাপী ২১ উৎসব ও বই মেলার উদ্বোধন

সখীপুরে তিনদিন ব্যাপী ২১ উৎসব ও বই মেলার উদ্বোধন

টাঙ্গাইলের সখীপুরে তিন দিনব্যাপী ২১ উৎসব ও বই মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ডাকবাংলো চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। 

এতে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন। 'দ্বিতীয় সূর্য' নামের একটি সামাজিক সংগঠন এ উৎসব ও মেলার আয়োজন করে।

দ্বিতীয় সূর্যের সভাপতি হৃদয় খানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সখীপুর পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুহানিফ আজাদ, সরকারি  সাদত কলেজের সাবেক অধ্যক্ষ আলীম মাহমুদ, সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, 

যাদবপুর ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান, সখীপুর আবাসিক মহিলা কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম খান, দ্বিতীয় সূর্যের সাধারণ সম্পাদক হাবিবুর বাশার প্রমুখ উপস্থিত ছিলেন। মেলায় ১৩টি স্টল স্থান পায়।

প্রতিনিধি, সখীপুর, টাঙ্গাইল
২১.০২.২০২৩