INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সখীপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

খাঁন আহম্মেদ হৃদয় পাশা সখীপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ মায়ের ভাষার মর্যাদা রক্ষার দাবিতে জীবন উৎসর্গকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, যথাযোগ্য মর্যাদা, ভাব গাম্ভির্য্য ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের সখীপুরে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

একুশের প্রহর রাত ১২ টা ১ মিনিটে সখীপুর উপজেলা মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে টাঙ্গাইল জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান কেবিএম রুহুল আমীনের সঞ্চালনায় প্রথমে
স্থানীয় সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের পক্ষ থেকে ও বীর মুক্তিযোদ্ধা ও পৌর সভার পক্ষ থেকে মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, চর্যাপদ গবেষক প্রফেসর আলীম মাহমুদ,জেলা পরিষদ সদস্য আনোয়ার তালুকদার,প্রফেসর নজরুল ইসলাম খান, 

প্রিন্সিপাল রফিক ই রাসেলসহ উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন,পরে পর্যায়ক্রমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত সিকদার ও সাধারণ সম্পাদক সাবেক এমপি অনুপম শাহাজাহান জয়ের পক্ষ থেকে অধ্যক্ষ সাইদ আজাদ,জাহাঙ্গীর তারেক,আতিকুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা,উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও প্রকৌশলী ফারজানা আলম,সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা, উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু,ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল,মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা আনোয়ার,সখীপুর থানার পক্ষ থেকে অফিসার ইনচার্জ ওসি রেজাউল করিম রিপন,সখীপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক এম এ সবুর,যুগ্ম আহ্বায়ক আলমাস আজাদ,যুগ্ম আহ্বায়ক সজীব আহমেদ, উপজেলা ছাত্রলীগ, পোর ছাত্রলীগ,মুজিব কলেজ ছাত্রলীগ,আহ্বায়ক রাসেল আল মামুন,প্রান্ত,রেজবী শান্ত, একে বিজয়সহ নেতা কর্মীগণ
শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হারুন আজাদ,কামরুল হাসান আজাদ,সখীপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর সাধারণ সম্পাদক সাজ্জাদ লতিফ,সাবেক সভাপতি শাকিল আনোয়ার, দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসারুল হক আসিফসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,মেম্বারগণ, অফিসার্স ক্লাবসহ বিভিন্ন  রাজনৈতিক দল ও সহযোগী সংগঠন,সেচ্ছাসেবী  সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনতা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় ফুলে ফুলে ভরে উঠে বাঙালির শোক আর অহংকারের এই মিনার।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে  উপস্থিত নেতা কর্মীদের নিয়ে মোনাজাত করা হয়।