INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে মোন্তাজনগর আবাসিক বালিকা উচ্চ বিদ্যালয়ে"ফাল্গুনী মেলা" অনুষ্ঠিত

সখীপুরে মোন্তাজনগর আবাসিক বালিকা উচ্চ বিদ্যালয়ে"ফাল্গুনী মেলা" অনুষ্ঠিত

খাঁন আহম্মেদ হৃদয় পাশা সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের মোন্তাজনগর আবাসিক বালিকা উচ্চ বিদ্যালয়ে "ফাল্গুনী মেলা ও পুরস্কার বিতরনী" অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারী) সকাল  থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের পাঠ্যবই এর বাহিরেও যে মননশীল শিক্ষা ব্যবস্থা রয়েছে ও বাংলাদেশের ঋতু সম্বধে ধারণা তৈরি করতেই এমন আয়োজন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ,যা একজন শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক মেধা বিকাশে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন উপস্থিত সুধী জন'রা।

এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জামাল হোসেন এর  সঞ্চালনায়, প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন, আবুল হোসেন, সোরহাব বিএসসি, মিনহাজুর রহমান, মারুফ, রফিকুল ইসলাম রতন বিএসসি, সহকারী শিক্ষিকা তানিয়া,মরিয়ম, আফরোজা, রেহেনা, সোনিয়াসহ ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য, ডিএম.শফিকুল ইসলাম লেবু, চতুর্থশ্রেণির কর্মচারী শাহজাহান চৌধুরীসহ ২ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও নৃত্য, গান,কৌতুক, মেধা যাচাই উপস্থিত বক্তৃতা সহ বিভিন্ন খেলা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।