শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

সখীপুরে ভেকু জব্দ করেছে বনবিভাগ! ভেকুর মালিক ও মাটি ব্যবসায়ী পলাতক

সখীপুর ( টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে সামাজিক বনায়নের জমিতে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে  ভেকু জব্দ করেছে স্থানীয় বন বিভাগ। 

শনিবার ভোর রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্তনখোলা এলাকা থেকে ভেকুটি জব্দ করা হয়। এসময় ভেকুর মালিক ও মাটি ব্যবসায়ী বন বিভাগের লোকজনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। 

গোপন সংবাদের ভিত্তিতে হতেয়া রেঞ্জাধীন কালিদাস বিট কর্মকর্তা মো.শাহআলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই বিটের বন প্রহরীসহ পার্শ্ববর্তী বিটের বন প্রহরীগণ উপস্থিত ছিলেন।

হতেয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল আহাদ বলেন, ‘ বাংলাদেশ বন সম্পদ সংরক্ষণ আইনের আওতায় ওই ভেকু জব্দ করা হয়েছে। এখন ওই ভেকু মালিক ও মাটি ব‍্যবসায়ীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এই অভিযান  অব্যাহত থাকবে

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership