
সখীপুর
সখীপুরে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন
সখীপুর উপজেলা প্রশাসন শেখ কামাল অ্যাথলেটিকস প্রতিযোগিতার আয়োজন করেছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ মাঠে পাঁচদিন ব্যাপী শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল।
এসময় সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ঝিল্লুর রহমান আনম, সমাজ সেবা কর্মকর্তা মনসুর আহমেদ, একাডেমিক কর্মকর্তা আনোয়ার হোসেন মিল্টন, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার, দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী আসিফ, কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন,
গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, বহেরাতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ হোসেন, জামিয়াতুল মোদার্রেছিনের সভাপতি মাও. আবুল খায়েরসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।