INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে বনের জমিতে মাটি কাটায় বেকু জব্দ : মাটি ব্যবসায়ী পলাতক

সখীপুরে বনের জমিতে মাটি কাটায় বেকু জব্দ : মাটি ব্যবসায়ী পলাতক

সখীপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে বনের জমিতে অবৈধ ভাবে মাটি কাটায় একটি বেকু জব্দ করেছ বন বিভাগ। বন কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে মাটি ব‍্যবসায়ী পালিয়ে যায়। সোমবার দুপুরে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের খামার চালার পালের বাইদ থেকে ঐ বেকুটি জব্দ করা হয়। 

এ সময় বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা একে এম আমিনুর রহমান, কচুয়া বিট কর্মকতা রতন চন্দ্র দাস সহ উপজেলা বন বিভাগের এমএম চালা ও কচুয়া বিটের কর্মরত বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন। 

বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা একে এম আমিনুর রহমান বলেন, ‘ বাংলাদেশ বন সম্পদ সংরক্ষণ ও আইনে ওই বেকু জব্দ করা হয়েছে। এখন ওই বেকু মালিক ও মাটি ব‍্যবসায়ীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এই অভিযান অব্যাহত থাকবে।’

সখীপুর প্রতিনিধি 
২৩.০১.২৩