Breaking News

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচী উদ্বোধন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিটের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলার বীর মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে গঠিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিটের নেতৃবৃন্দ শনিবার, ১৪ জানুয়ারী বিকেলে 'শীতবস্ত্র বিতরণ কর্মসূচি-২০২৩' এর আয়োজনে করে। 

টাঙ্গাইল শহরের অসহায় শীতার্ত মানুষের দ্বারে দ্বারে ঘুরে মাসব্যাপী শীতবস্ত্র বিতরনের অংশ হিসেবে এই  কর্মসুচীর উদ্বোধন করা হয়। 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ এর সভাপতিত্বে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুগ্মসচিব বীরমুক্তিযোদ্ধা মোঃ লুৎফুল্লাহ সাঈদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন টাঙ্গাইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুুদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু ছালাম মিয়া, পিপিএম।

টাঙ্গাইল শহরের শহীদ মিনার প্রাঙ্গণে আয়েজিত এ কর্মসুচীতে বিভিন্ন দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট এর সাধারণ সম্পাদক মোঃ জিয়াদ সিদ্দিকসহ সংগঠনের নেতৃত্বে থাকা বীর মুক্তিযোদ্ধাের সন্তানবৃন্দ।

Type and hit Enter to search

Close