Breaking News

সখীপুরে মোজাম্মেল হক শিক্ষা একাডেমির ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলের সখীপুরে মোজাম্মেল হক বহুমুখী শিক্ষা একাডেমির উদ্যোগে  ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  (২২ ডিসেম্বর ) সন্ধ্যা ছয়টা থেকে রাত ১টা পর্যন্ত বেতুয়া মোজাম্মেল হক শিক্ষা একাডেমি চত্বরে  এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। 

ওয়াজ মাহফিলে প্রধান অতিথি  ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ। 

ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান করেন, ঢাকার বায়তুল আমান জামে মসজিদের  ইমাম ও খতিব হাফেজ মাওলানা মাহমুদুল হাসান মাহমুদী। বিশেষ বক্তা হিসেবে  বয়ান করেন, বড়চওনা জামে মসজিদের খতিব মাওলানা মুফতি হাবিবুর রহমান মাকসুদ, হাফেজ মাওলানা আবদুল হামিদ। এছাড়া মাওলানা কামরুল হাসান, মাওলানা নুরে আলম সিদ্দিকীসহ স্থানীয় ওলামায়ে কেরামগণ তাফসির পেশ করেন। 


কালিয়ান দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা শেখ আব্দুর রহমানের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের  সভাপতি কামরুল হাসান, ইঞ্জিনিয়ার শহিদুর রহমান। অন্যান্যদের মধ্যে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ মজিদ মেম্বার, বহেড়াতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার মো শরবেশ আলী, ৩১ নং বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আতিকুর রহমান (সোবহান), 

পোস্টাল ইন্সপেক্টর গোলাম মোস্তফা, সাংবাদিক মোস্তফা কামাল, সাংবাদিক সোহেল রজত, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সোনা মিয়া, রাখেরচালা জামে মসজিদের সভাপতি মোঃ ছৈয়ম উদ্দিন, ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ নুরুল আমিন, মৌলভী আবুল হোসেন, মোঃ সিদ্দিক মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন ।

ওয়াজ মাহফিল পরিচালনা করেন মাদ্রাসা শাখার মুহতামিম মাওলানা জোবায়ের আহমেদ।

Type and hit Enter to search

Close