শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

সখীপুরে ইন্দারজানীতে কাকড়াজান প্রিমিয়ারলীগ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

খাঁন আহম্মেদ হৃদয় পাশা 
সখীপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
সখীপুর উপজেলার ঐতিয্যবাহী ইন্দারজানী পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে কাকড়াজান প্রিমিয়ার লীগ ২০২২ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৭(ডিসেম্বর) সকালে বেলা ১১ টায় এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এসময় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃদুলাল হোসেন দুলাল-চেয়ারম্যান ও খেলা পরিচালনা করেন কাকড়াজানের স্থানীয় আম্পায়ার নাছির উদ্দিন তালুকদার ও হাফিজুর রহমান।

এছাড়াও ২ নং ওয়ার্ড মেম্বার ডিএম রফিকুল ইসলাম রফিক, মাহবুবুর রহমান লাবু মাস্টারসহ শতাধিক জনসাধারণ প্রমুখ উপস্থিত থেকে খেলা উদ্বোধন ঘোষণা করেন।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership