
সখীপুর
সখীপুরে বড়চওনা সিটি বয়েজ ক্লাব কর্তৃক মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিজয় দিবসের পরেরদিন
মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে বড়চওনা সিটি বয়েস ক্লাব।
শনিবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪ টায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময়ে নবগঠিত ১০ নং বড়চওনা ইউনিয়নের প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠান টি উদ্বোধন ঘোষণা করেন আলহাজ্ব আনোয়ার তালুকদার(সদস্য,টাঙ্গাইল জেলা পরিষদ)
প্রধান অতিথি জনাব গোলাম কিবরিয়া বাদল,(সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগ ও সাবেক সদস্য,টাঙ্গাইল জেলা পরিষদ)
আলোচক, জনাব ইউসুফ আলী ভূঁইয়া।
বরেণ্য অতিথি, জনাব কে.বি. এম. রুহুল আমিন চেয়ারম্যান (বি.আর.ডি.বি.সখীপুর)
নন্দিত অতিথি জনাব মোঃ মনসুর আহমেদ (সমাজসেবা অফিসার, সখীপুর উপজেলা)
পৃষ্ঠপোষকতায় জনাব মিজানুর রহমান বি.এ ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন মেম্বার,ইউপি সদস্য মিজানুর রহমান সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও নেতৃবৃন্দের বক্তব্য শেষে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার লাল( সাবেক চেয়ারম্যান ৬নং কালিয়া ইউনিয়ন) বীর মুক্তিযোদ্ধা খাঁন মোহাম্মদ সেলিম
বক্তারা তাদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের দুঃসাহসিক ঘটনার স্মৃতি চারণ করেন।