রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

সখীপুরে একই রাতে কয়েক বাড়িতে চুরি!

আহমেদ সাজু( সখীপুর) টাঙ্গাইলঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলায় কাহারতা গ্রামের পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের বাড়িসহ আরও ৩ জায়গায় চুরির ঘটনা ঘটেছে। 

জানা যায়,গতকাল( ২৫ডিসেম্বর) দিনের বেলায় কাহারতা গ্রামের প্রাক্তন শিক্ষক খলিলুর রহমান শিকদারের পরিবারের সদস্যরা দুপুরের খাবার খাওয়ার পর সবাই ঝিমাতে থাকে,একই ঘটনা 
রামখা বাজার সংলগ্ন ব্যাংকার এবাদত হোসেন সাঈদের গ্রামের বাড়িতে। 

স্থানীয় প্রতিবেশীদের সহায়তায় বিকেলে উভয় পরিবারের কয়েকজন সদস্যকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সখীপুর উপজেলার আবাসিক ডা.আহাদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সত্যতা নিশ্চিত করে।

গতরাতে ব্যাংকারের বাড়ির মূলফটক ভাঙ্গার চেষ্টা করলে তার বাবা ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম শব্দে জেগে ওঠলে চোরচক্র পালিয়ে যায়। এদিকে ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মঞ্জুরুল হক মজনু বাসার টিনের বেড়া কেটে মালামাল লুটের চেষ্টা করে। নগদ পকেট থেকে১৯ হাজার কিছু টাকা নিয়ে আলমারি ভাঙ্গার চেষ্টা করলে বিকট শব্দ হলে সবাই জেগে ওঠলে চোর পালিয়ে যায়। একইরাতে আশেপাশের এলাকার কয়েক বাড়িতে চুরি হয়।এম এ হামিদের দোকান থেকে প্রায় ১থেকে দেড়লক্ষ টাকার কাপড়সহ রাতের কোন একভাগে মালমাল চুরি করে। 

এবিষয়ে স্থানীয় কাউন্সিলর ফজলুর রহমান(২ নং)বলেন,বিষয়টি উদ্বেগের, ইতিমধ্যে প্রশাসনের কথা বলেছি। স্থানীয় বাসিন্দাদের নিয়ে দ্রুত সমাধানের জন্য গৃহীত পদক্ষেপ নেওয়া হবে।এলাকার ক্ষতি গ্রস্থ পরিবারের সাথে কথা বলে জানা যায়,বিষয়টি মেয়র মহোদয়কে জানানো হয়েছে। সখীপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। 

এবিষয়ে সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন,কোন পরিবার এখন পর্যন্ত থানায় জানায়নি,অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.