
শরিফুল ইসলাম বাবুল,সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: "স্কাউটিং করবো উন্নত সমাজ গড়বো"এই স্লোগান সামনে রেখে টাঙ্গাইলের সখীপুরে ৭ম উপজেলা স্কাউট সমাবেশের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ স্কাউটস সখীপুর উপজেলা শাখার আয়োজনে পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে সখীপুরের ২৩টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২০৭ জন স্কাউট শিক্ষার্থীদের নিয়ে 'স্কাউট সমাবেশ' উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সখীপুর স্কাউট কশিনার শাহিনা আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান ভুইয়ার সঞ্চালনায় এসময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত হয়ে স্কাউট সমাবেশের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ঝিল্লুর রহমান আনম।
স্কাউট উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এসময় সখীপুর পিএম পাইলট মডেল গভমেন্ট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রসার প্রধানগণ, স্কাউট শিক্ষকগন এবং ২৩টি বিদ্যালয়ের স্কাউট ২০৭ জন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় অংশগ্রহণকারী ২৩ টি বিদ্যালয়ের স্কাউট শিক্ষক যার যার প্রতিষ্ঠানের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসুচী ঘোষনা করেন। আগামী চার দিন স্কাউট শিক্ষার্থীরা এ সমাবেশে অবস্থান করে স্কাউটের বিভিন্ন কলা কৌশল শিখবেন বলে জানা যায়।