কালিহাতীর অসুস্থ বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুস ছামাদ মাষ্টার সাহেবকে দেখতে ও চিকিৎসার খোঁজখবর নিতে ২৫ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হন টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর বীরমুক্তিযোদ্ধার সন্তানদের একটি প্রতিনিধি দল।
এসময় 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট'এর সভাপতি হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশের নেতৃত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মিজান, টাঙ্গাইল জেলা ইউনিট এর সহ-সভাপতি সোহেল সোহরাওয়ার্দী, যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার সজীব রহমান, শ্রম বিষয়ক সম্পাদক মামুন মিয়াসহ অসুস্থ বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুস ছামাদ মাষ্টার সাহেবের সন্তান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কালিহাতী উপজেলা শাখার আহ্বায়ক খাদেমুল ইসলাম।
Social Footer