INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সখীপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে পুকুরের পানিতে ডুবে এলমা নামের দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে।

আজ ২৫ ডিসেম্বর উপজেলার কচুয়া দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এলমা উপজেলার কচুয়া দক্ষিণ পাড়া এলাকার জহিরুল ইসলামের মেয়ে।

জানা যায়, আজ বেলা ১১ টার দিকে বাড়িতে খেলা করার একপর্যায়ে পাশের পুকুরে পড়ে যায়। এদিকে বাড়ির লোকজন এলমাকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। 

কিছুক্ষণ পর বাড়ির পাশের পুকুরে এলমার কাপড় ভাসতে দেখে বাড়ির লোকজনের আর্তচিৎকারে সবাই এগিয়ে আসে। স্থানীয়দের সহায়তায় তাকে পুকুর থেকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোহেল রজত
সখীপুর প্রতিনিধি 
০১৫১৮-৩০১২৮৯
২৫-১২-২০২২