Breaking News

টাঙ্গাইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীতে সেবা-লাইন বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একেএম ইলিয়াস নিজামী (৩৩) নামে এক যুবক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত একেএম ইলিয়াস নিজামী বগুড়া জেলার গাবতলী উপজেলার সুকানপুকুর গ্রামের আজিজুর রহমানের ছেলে। শুক্রবার সকাল সাড়ে ৯ টায় কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, কালিহাতী আনালিয়াবাড়ি এলাকায় ঢাকাগামী ওই বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।এ সময় বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হয় মোটরসাইকেল আরোহী । পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থানার ওসি সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে।

Type and hit Enter to search

Close