
খাঁন আহম্মেদ হৃদয় পাশা সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিদ্দিক মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সাড়ে ১২টার দিকে উপজেলার যাদবপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত বৃদ্ধকে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপরে বৃদ্ধের স্ত্রী সুফিয়া বেগম তিন জনকে আসামী করে মঙ্গলবার সন্ধ্যায় সখীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
জানা গেছে, গত রোববার সিদ্দিক মিয়ার জমিতে পাতা কুড়াতে প্রতিবেশি সালাউদ্দিনের স্ত্রী জাকিয়া বেগম এলে এতে সিদ্দিক মিয়ার স্ত্রী সুফিয়া বেগম বাঁধা দেন। ওই সময় দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে মঙ্গলবার দুপুরে সিদ্দিক মিয়া স্থানীয় নাকশালা হাটে যাওয়ার সময় সালাউদ্দিনের বাড়ি সামনে গেলে রাস্তায় হামলার শিকার হন।
হাসপাতালে চিকিৎসাধীন সিদ্দিক মিয়া বলেন, আমি আকিকা দেওয়ার জন্য গরু কিনতে দুপুরে নাকশালা বাজারে যাচ্ছিলাম। বাড়ির কাছকাছি গেলে সালাউদ্দিন আমাকে একা পেয়ে তার বাবা জালাল উদ্দিন ও তার স্ত্রী জাকিয়া হামলা করে। আমার মাথায় বারি দেয় কয়েকটা, শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং আমার কাছে থাকা আকিকার গরু কেনার জন্য ৫২ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।
সিদ্দিক মিয়ার স্ত্রী সৃফিয়া বেগম বলেন, আমার স্বামীর মাথায় আঘাত করা হয়েছে। তিনটি সেলাই দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দিয়েছি।
সখীপুর থানার এএসআই সানোয়ার হোসেন বলেন, আভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।