INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে দুটি পোল্ট্রি ফার্ম থেকে ১৩১ কেইস ডিম চুরি

সখীপুরে দুটি পোল্ট্রি ফার্ম থেকে ১৩১ কেইস ডিম চুরি

সখীপুরে এক রাতে ১৩১ কেইস ডিম চুরির ঘটনা ঘটেছে।  

জানাযায়, আজ বুধবার ভোর রাতে  উপজেলার কালিয়া ইউনিয়নের দামিয়া পাড়া গ্রামের পাশাপাশি দুইটি পোল্ট্রি ফার্ম থেকে ডিমগুলো চুরি হয়।

কালিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও পোল্ট্রি ব্যবসায়ী শহিদুল ইসলাম মন্ডল বলেন,আজ ভোর রাতে আমার পোল্ট্রি ফার্ম থেকে ৬৪ কেইস এবং কায়সার(বাবুল) ভাই এর ফার্ম থেকে ৬৭ কেইস ডিম চুরি হয়েছে।

তিনি আরো বলেন, সকালে ডিম চুরির বিষয় টি জানাজানি হলে,আমার এক চাচি বলেন,ফজরের নামাজের আগে দেখলাম একটি অটো  আমাদের বাড়ির সামনে(পোল্ট্রি ফার্মের কাছে) দাড়িয়ে আছে, ঐ অটো টি  চোরের তা জানতাম না।

শহিদুল ইসলাম মন্ডল আরো বলেন,গত বছর থেকে আমাদের গ্রামসহ আশপাশের গ্রামে চুরির মাত্রা বেড়ে গেছে। 

আজ রাতে আমার এবং বাবুল ভাই এর ফার্ম থেকে ১৩১ কেইস ডিম চুরি হয়েছে। 
চুরি ঠেকাতে আমাদের আরো সচেতন হতে হবে।