INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে মাদকের টাকা না পাওয়ায় যুবকের আত্মহত্যা

সখীপুরে মাদকের টাকা না পাওয়ায় যুবকের আত্মহত্যা

টাঙ্গাইলের সখীপুরে মায়ের কাছে মাদকের টাকা না পেয়ে অভিমানে আত্মহত্যা করেছে আমির হামজা(২৫) নামে এক মাদকাসক্ত যুবক। 

জানা গেছে, সখিপুর উপজেলার কালিয়া পশ্চিম ঘোনার চালা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আমির হামজা দীর্ঘদিন যাবৎ মাদকাসক্ত । সে প্রতিদিন তার মায়ের কাছ থেকে টাকা নিয়ে মাদক সেবন করে। 

মঙ্গলবার সকাল ৮টার দিকে তার মায়ের নিকট টাকা চাইলে তার মা টাকা দিতে অস্বীকৃতি জানায়। যার ফলে আমির হামজা অভিমান করে ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়ে। বেলা ১১ ঘটিকার দিকে অনেক ডাকাডাকি সত্ত্বেও সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখা যায় যে, সে ঘরের ভিতরে ধর্নায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। 

পরে থানায় সংবাদ দিলে সখীপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ঘটনায় অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইলমের্গে পাঠানো হয়েছে। 

থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মজিবুর রহমান বলেন,থানায় অপমৃত্যুর মামলা হয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।