
সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: সখীপুরে জাতীয় সংবিধান দিবস পালন করা হয়েছে। আজ ৪ নভেম্বর শুক্রবার সকালে উপজেলা প্রশাসন এ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সহকারী কমিশনার ভূমি জাকিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল।
অন্যদের বক্তব্য রাখেন পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার এমও গণি, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মনসুর আহমেদ, ইউসিসিএ লি. চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ প্রমুখ।
সখীপুর প্রতিনিধি
০৪.১০.২২