INFO Breaking
Live
wb_sunny

Breaking News

টাঙ্গাইলে মৌমাছির কামড়ে প্রাণ গেল অটোভ্যান চালকের

টাঙ্গাইলে মৌমাছির কামড়ে প্রাণ গেল অটোভ্যান চালকের

টাঙ্গাইলের ভূঞাপুরে মৌমাছির আক্রমণের শিকার হয়ে শাহাদাত হোসেন (৪৮) নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। 

এ ঘটনায় তাকে বাঁচাতে এসে তার পরিবারের আরও ৪ জন আহত হয়েছেন।

শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ফলদা ইউনিয়নের মাদারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অটোভ্যান চালক শাহাদাত হোসেন মাদারিয়া গ্রামের মৃত কালু সরকারের ছেলে। আহতরা হলেন- শাহদাতের বড় ভাই ফিরোজ হোসেন (৬০), শাহাদতের স্ত্রী সেলিনা বেগম (৩৫), হাবিবুর রহমানের ছেলে আজাদ (৪০) এবং আব্দুর রাজজাক (৬৫) ।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত শাহাদাত অটোভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাড়ির কাছাকাছি পৌঁছলে মৌমাছির আক্রমণের শিকার হন সে। পরে তিনি ডাক-চিৎকার করলে তার পরিবারের লোকজন তাকে বাঁচাতে এগিয়ে আসলে তাদেরকেও কামড়ে আহত করে।

এসময় মৌমাছির আক্রমণে শাহাদাতসহ তার পরিবারের ৫ জন সদস্য আহত হয়। পরে স্থানীয় ও অন্যান্য পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোভ্যান চালক শাহাদতকে মৃত ঘোষণা করে। আহতরা হাসপাতালে চিকিৎসার নেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান জানান, দুপুরে মৌমাছির কামড়ের শিকার একই পরিবারের ৫ জন জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে শাহাদাত নামে একজনকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। বাকি চারজন চিকিৎসা সেবা নিয়ে বাড়ি চলে যায়।