INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সমাবেশস্থলেই নামাজ আদায় করছেন বিএনপি নেতা-কর্মীরা

সমাবেশস্থলেই নামাজ আদায় করছেন বিএনপি নেতা-কর্মীরা

বরিশালে বিএনপির গণসমাবেশের ২ দিন আগেই সমাবেশস্থলে যোগ দিয়েছেন হাজার হাজার নেতা-কর্মী। মাঠেই অবস্থান করছেন তারা।

মাঠেই আদায় করছেন নামাজ।
বৃহস্পতিবার (৩ ন‌ভেম্বর) বরিশাল নগ‌রের বঙ্গবন্ধু উদ্যানের পশ্চিম পাশে মাগরিবের নামাজ আদায় করেন নেতা-কর্মীরা।

আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপির গণসমাবেশ। সমাবেশের দুই দিন আগেই বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন নেতা-কর্মী ও সমর্থকরা।

সমাবেশস্থলে থাকা মো. শহিদুল ইসলাম নামে বিএনপির এক কর্মী বলেন, ইতোমধ্যে বরিশালের সঙ্গে অন্যান্য স্থানের যোগাযোগ বন্ধ হওয়া শুরু হয়ে গেছে। সরকার দলীয় লোকেরা সমাবেশ বানচাল করার চেষ্টা করছে। লঞ্চ, বাস, অটো, ট্রাকসহ সব যানবাহন বন্ধ রাখছে। তাই আমরা দুই দিন আগে থেকেই সমাবেশে যোগ দিয়েছি। এই জায়গায় নামাজ আদায় করতে পেরে এখন একটু শান্তি লাগছে।

এদিকে দুইদিন আগেই সমাবেশে যোগ দেওয়া নেতা-কর্মীরা মাঠের চারপাশে গাছতলা, তাঁবুর নিচে আশ্রয় নিয়েছেন। এর মধ্যে যে যার সামর্থ্য অনুযায়ী খাবার কিনে খাচ্ছেন। তবে এই ২ দিন মাঠের মধ্যেই খোলা আকাশের নিচে রাত কাটাবেন বলে জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।