শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

মায়ের সঙ্গে অভিমান করে সেতু থেকে লাফিয়ে যুবক নিখোঁজ

মানিকগঞ্জের সিংগাইরে শহীদ রফিক সেতু থেকে লাফিয়ে পড়ে রিয়াদ হোসেন (২০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জের ধল্লা এলাকায় শহীদ রফিক সেতু থেকে ধলেশ্বরী নদীতে নিখোঁজ হন তিনি।

রিয়াদ উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খানপাড়া গ্রামের আমিরুল ইসলাম খোকনের ছেলে।

ধল্লা পুলিশ ফাঁড়ির এসআই আমজাদ হোসেন গণমাধ্যমকে জানান, দুপুর জরুরি পরিষেবা ৯৯৯ নম্বরে খবর আসে শহীদ রফিক সেতু থেকে এক যুবক লাফিয়ে পড়েছে। পরে ঘটনাস্থলে যাই। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে আসে। তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।নিখোঁজের বড় বোন সানজিদার উদ্ধৃতি দিয়ে তিনি আরও জানান, রিয়াদের মা বিদেশে থাকেন। কোনো একটা বিষয় নিয়ে বৃহস্পতিবার মায়ের সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া হয় তার। শুক্রবার সকালে রিয়াদ কর্মস্থলে যান। সেখান থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership