Breaking News

সখীপুরে স্বামীর হাতে স্ত্রী খু*ন

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে স্ত্রী শাহিদাকে(৩৫) কুপিয়ে হত্যা করেছেন স্বামী সোনা মিয়া(৫০)। আজ(১৯ নভেম্বর) শনিবার, সকালে উপজেলার কৈয়ামধু গ্রামের কারিগর পাড়া এলাকায় এমন লোমহর্ষক ঘটনা ঘটে। 

নিহত শাহিদা বেগম সোনা মিয়ার দ্বিতীয় স্ত্রী। 
প্রত্যক্ষদর্শী এক প্রতিবেশী জানান , শনিবার (১৯ নভেম্বর) সকালে দেওবাড়ি গজারি জঙ্গলে স্বামী সোনা মিয়া ও তার স্ত্রী লাকড়ি কাটতে যান।

এসময় স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে স্ত্রী শাহিদাকে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায় সোনা মিয়া।

গুরুতর আহত শাহিদা বেগম ঘটনাস্থলেই মারা যান। নিহত শাহিদা বেগমের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। 

এলাকাবাসী জানান, সোনামিয়া আরও দুটো বিয়ে করেছে। অভাবের সংসারে সোনা মিয়া বেশিরভাগ সময়ই বাড়িতে থাকত না। তার স্ত্রী শাহিদা জঙ্গলে লাকড়ি সংগ্রহ করে তা বিক্রি করে সংসার চালাতো।

এবিষয়ে সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

Type and hit Enter to search

Close