
খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে দাড়িয়াপুর ইউনিয়নের কৈয়ামধু গ্রামের কারিগর পাড়া গ্রামে স্বামী সোনা মিয়া (৬০)এর দায়ের কোপে স্ত্রী শাহিদা বেগম(৪৫) নিহত হয়েছেন।নিহত শাহিদা বেগম সোনা মিয়ার দ্বিতীয় স্ত্রী।
আজ শনিবার(১৯নভেম্বর) সকালে পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানায়।
কৈয়ামধু এলাকার মৃত আহাম্মদ আলীর ছেলে ৩টি বিয়ে করেছে এবং দিন মজুরের কাজ করে সংসার চালায়।সকালে দেওবাড়ি জঙ্গলে স্বামী সোনা মিয়া ও তার স্ত্রী লাকড়ি কাটার জন্য যান।
এসময় স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে স্ত্রী শাহিদাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে স্বামী সোনা মিয়া পালিয়ে যায়।গুরুতর আহত শাহিদা বেগম ঘটনা স্হলেই মারা যান।নিহত শাহিদা বেগমের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এবিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ ওসি রেজাউল করিম রিপন বলেন, ঘটনা স্হলে পুলিশ পাঠানো হয়েছে।লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।আসামি গ্রেফতা- রের জন্য চেষ্টা চলছে।