রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

আইন সহায়তায় জেলা লিগ্যাল এইডের প্রাতিষ্ঠানিক গণশুনানী

টাঙ্গাইলের সখীপুরে আইন সহায়তা প্রদানে জেলা লিগ্যাল এইড কমিটি এবং লাইট হাউসের আয়োজনে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৩ নভেম্বর)  বিকেল ৪টায় উপজেলার  ঘোনার চালা উচ্চ বিদ্যালয় মাঠে এ গণশুনানি হয়।

টাঙ্গাইল জেলা লিগ্যাল এইড কমিটি এবং লাইট হাউস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম কামরুল হাসান। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিগ্যাল এইড অফিসার ও টাঙ্গাইল জেলা জজ কোর্টের  সিনিয়র সহকারী জজ মনিকা খান। এছাড়াও লাইট হাউসের প্রকল্প সমন্বয়কারী মোখলেছুর রহমান পিন্টু, লাইট হাউসের সখীপুর উপজেলা সমন্বয়কারী মো. সালাউদ্দিন, গ্রামীণ ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মোজ্জামেল, স্থানীয় ইউপি সদস্য হাশেম, আড়াই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক সাইফুল ইসলাম, সখীপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জুয়েল রানাসহ সেবা প্রত্যাশি ভুক্তভোগীগণ। 

ইউএসএআইডি'র প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) এ্যাকটিভিট সহযোগিতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল অর্থায়নে জেলা লিগ্যাল এইড আইনগত পরামর্শ, আইনগত তথ্য সেবা, বিকল্প বিরোধ নিষ্পত্তি আপোষ মিমাংসা মাধ্যমে বিরোধ নিষ্পত্তি, সরকারি খরচে মামলা দায়ের ও পরিচালনা, সরকারি খরচে বিচার প্রার্থীদের পক্ষে আইনজীবী নিয়োগ, সরকারি তহবিল হতে মামলার ব্যয় নির্বাহ সেবা প্রদান করে থাকেন।

আলোচনা শেষে উপস্থিত ভুক্তভোগীগণ তাদের নিজ নিজ সমস্যার সমাধান জানতে চাইলে জজ মনিকা খান তাদের বিভিন্ন পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দেন। 

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership