INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি! নগদ টাকাসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট!

সখীপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি! নগদ টাকাসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট!

সখীপুরে আইনশৃঙ্খলা সভার দিন দিবাগত রাতে উপজেলার বাঘেরবাড়ি গ্রামের প্রবাসী দুলাল মিয়ার বাড়িতে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা চেতনানাশক ওষুধ মিশিয়ে নগদ টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল চুরি করে।

এসময় স্থানীয় রাজু মিয়া বলেন, প্রায় প্রতিদিনিই চুরির ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষ গরু, ছাগল এবং নিজের ঘরের মালামাল নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছে। প্রশাসনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার।

ইউপি সদস্য আ. সামাদ মিয়া বলেন, চুরির খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন বলেন, চুরি প্রতিরোধে প্রশাসনকে নিয়ে কাজ করছি। প্রতিটি মোড়ে মোড়ে টহল জোরদার করা হয়েছে।

সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। চুরি প্রতিরোধে প্রশাসন কাজ করছে।

উল্লেখ্য গতকাল ১২ নভেম্বর শনিবার বিকেলেবসখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়ন পরিষদের আয়োজনে ভুয়াইদ গ্রামে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় চুরি, বাল্যবিয়ে, মাদক ও ইভটিজিং প্রতিরোধে আলোচনা হয়। 

এতে সখীপুর থানার ওসি রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান দুলাল হোসেনসহ প্রায় ৩ শতাধিক মানুষ অংশ নেয়। এ সময় বক্তারা কাকড়াজান ইউনিয়নকে চোর ও চুরি মুক্ত রাখতে নানা ধরনের পরামর্শ ও সমস্যা তুলে ধরেন।