
সখীপুর প্রতিনিধি: আজ বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সখীপুরে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ-২০২২ উদযাপন করা হয়েছে।
স্বাস্থকমপ্লেক্সের সভাকক্ষে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কন্টেইনমেন্ট, ভাইরাল হেপাটাইটিস ও ডায়রিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি, রোগ নিয়ন্ত্রণ বিভাগ অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় র্যালি শেষে আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রুহুল আমীন মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ঝিল্লুর রহমান আনম, উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা, ডা.শাহীনুর আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী সোহেল রানা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা.সৈয়দ আবদুল আহাদ, ডা.আফরোজা, ডা.তানজিমা প্রমুখ।
সভায় এন্টিবায়োটিক যাতে চিকিৎসকের পরামর্শ ব্যতিত কোন রোগী সেবন না করে, অতিরিক্ত সেবনের কুফলসহ নানা বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয় ।
সখীপুর প্রতিনিধি
১৭.১১.২২