INFO Breaking
Live
wb_sunny

Breaking News

কালিহাতীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

কালিহাতীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের কল্যাণ কামনায় শুভ বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে কলেজ হলরুমে এ বিদায় ও দোয়া’র আয়োজন করা হয়।

আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হানিফ উদ্দিন তালুকদার, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ তোতা, করিমুননেছা সিদ্দিকী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম।

বিদায় ও দোয়া অনুষ্ঠানে আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের প্রভাষক আব্দুল লতিফ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক কামাল হোসেন ভূঁইয়া, আব্দুল হালিম প্রমুখ।

এবার আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের ১৭০ জন শিক্ষার্থী এইচএসসি পরিক্ষায় অংশগ্রহন করবেন। বক্তব্য শেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়।