সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

কালিহাতীতে ৬ দিন পর নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

সাইদুর রহমান সমীর,টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের ৬ দিন পর নদী থেকে শিপন খান (৩৪) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে সিংনা নদীতে লাশ ভাসতে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করে।

নিহত শিপন খান বীর বাসিন্দা ইউনিয়নের সিংনা গ্রামের মৃত আব্দুল রশিদ খানের ছেলে।

নিহত শিপন খানের স্বজনরা জানিয়েছে গত বুধবার ২৬ অক্টোবর সন্ধ্যা থেকে সে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে পরদিন বৃহস্পতিবার ২৭ অক্টোবর নিহতের ভাই রিপন খান কালিহাতী থানায় একটি সাধারণ ডায়রি করেন।

এ বিষয়ে কালিহাতী থানার তদন্ত (ওসি) মনিরুজ্জামান মনির জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership