INFO Breaking
Live
wb_sunny

Breaking News

কালিহাতীতে জাতীয় শ্রমিকলীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কালিহাতীতে জাতীয় শ্রমিকলীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল প্রতিনিধি:         কালিহাতীতে জাতীয় শ্রমিকলীগের ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) সকালে উপজেলা শ্রমিকলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। 
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।

এসময় উপজেলা শ্রমিকলীগের সভাপতি শেখ জাহিদুল ইসলাম শিপলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা ও কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,  উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম, বীরবাসিন্দা ইউপি চেয়ারম্যান ছোহরাব আলী, বল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রাশেদুল হাসান লাভলু, পারখী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ তালুকদার, উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি সেলিম মিয়া, জাহিদ সিকদার, রশিদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক হাবিল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।