বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

সখীপুরে বিএনপির নৈরাজ্যের কর্মকাণ্ডের বিরুদ্ধে আ‘লীগের সমাবেশ

আওয়ামী লীগ সরকারের ১৩ বছরের উন্নয়নের সফলতা ও বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে করা আওয়ামী লীগের সমাবেশ অবশেষে রূপ নিল নিজ দলের সংসদ সদস্যের সমালোচনায়। গতকাল বুধবার বেলা তিনটায় উপজেলা শহরের প্রাণকেন্দ্র মোখতার ফোয়ারা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তারা স্থানীয় সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের বিরুদ্ধে বিষোদগার করেন। 

ওই সমাবেশে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা ১০ হাজার নেতা-কর্মীর সমাগম ঘটে বলে আওয়ামী লীগ নেতারা দাবি করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য বোয়ালী কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আতিকুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী বাদল, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কে বি এম রুহুল আমিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফ সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর্জা শরীফ প্রমুখ। 

এসময় স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য ও জেলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের পছন্দের লোকজন নিয়ে উপজেলা, শহর ও সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের তিন ইউনিটের
কমিটি ঘোষণা করা হয়। এ কমিটি ঘোষণাকে কেন্দ্র
করে পদবঞ্চিত ব্যক্তিরা এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন।

একই দিন সংসদ সদস্যের অনুসারীরা নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেন। দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল-সমাবেশের কারণে  সখীপুরে অচলাবস্থার সৃষ্টি হয়। 

এ পরিস্থিতিতে উপজেলা আওয়ামী লীগ ৫ অক্টোবর দলীয় সভা ডেকে ছাত্রলীগের কমিটি বাতিলের দাবি জানিয়ে তিন দিনের সময় বেঁধে দেন।

সমাবেশে বক্তারা সবাই স্থানীয় সংসদ সদস্যের গত চার বছরের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন।

এ ব্যাপারে জানতে চাইলে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম বলেন, 'তথাকথিত সখীপুর উপজেলা আওয়ামী লীগ এ সমাবেশ ডেকে জনগণ ও প্রকৃত আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে প্রতারণা করেছে। 
তারা মূলত বিএনপি-জামায়াতের মদদে এ সমাবেশ করেছে। আবারও এ আসনে আমিই  মনোনয়ন পাব বলে যখন তারা নিশ্চিত হয়েছে, এরপর থেকে ওরা আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। অতএব এদের সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই।'

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.