
সখীপুর
সখীপুরে বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি টাঙ্গাইলের সখীপুরে বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার গজারিয়া শান্তিকুঞ্জ একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আবদুল্লাহ মাতাব্বরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কমাল
https://youtu.be/1SwBWVlkJCc
এবং টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গজারিয়া ইউপি চেয়ারম্যন আনোয়ার হোসেন, ইউনিয়ন আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, উপজেলা আ.লীগের সাবেক সহসভাপতি আতিকুর রহমান বুলবুল,
https://youtu.be/bSD9BHQGVnQ
গজারিয়া শান্তিকুঞ্জ একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা নওজেশ আলী, বীর মুক্তিযোদ্ধা আল মোতালিব মাস্টার, একেএম সাইফুল্লাহ মাস্টার, ইউপি সদস্য মিজানুর রহমান, গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাসুদ রানা প্রমুখ। উদ্বোধনী দিনে পাথারপুর একাদশ ও বংকী একাদশ মুখোমুখি হয়।
খেলায় সখীপুর বন্ধু একাদশ জয়লাভ করে।