
সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নে দক্ষিণ পালিমা গ্রামে নানার বাড়িতে
ডোবার পানিতে পড়ে আরিসুর রহমান নামের দেড় বছরের এক শিশু নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে ওই শিশুর নানীর বাড়ি উপজেলার পালিমা দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আরিসুর রহমানের মা ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করার কারণে তার তাওই মা মা তাকে ছোটবেলা থেকেই লালন পালন করতো। আজ জুমার নামাজের আগে সেই বাড়ির পাশেই আরিসুর রহমান খেলতে খেলতে হঠাৎ ডোবার পানিতে পড়ে যায়। পরে তাকে তার তালয় হযরত আলী খুঁজতে খুঁজতে বাড়ির পাশে গেলে ডোবায় তার লাশ ভাসতে দেখে।