INFO Breaking
Live
wb_sunny

Breaking News

নির্বাচনের আগে খালেদাকে জেলে পাঠানোর চিন্তা নেই: আইনমন্ত্রী

নির্বাচনের আগে খালেদাকে জেলে পাঠানোর চিন্তা নেই: আইনমন্ত্রী

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবার কারাগারে ফেরত পাঠানোর কোনো চিন্তা করছে না সরকার। 

এমনটিই জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হকআজ বৃহস্পতিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর চিন্তা আছে কি না— 

সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারায় তার দণ্ডাদেশ স্থগিত রেখে শর্তযুক্তভাবে মুক্তি দেওয়া হয়েছে। তার পরিবর্তন আনার কোনো চিন্তাভাবনা সরকার করছে না।’