বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

সখীপুরে ২ মাটি ব্যবসায়ীকে দুই লক্ষ টাকা জরিমানা

টাঙ্গাইলের সখীপুরে ভেক্যু দিয়ে উচুঁ টিলার মাটি কাটার অপরাধে মাহমুদুল হাসান (৪০) ও আশরাফ সিদ্দিকী (৩৮) নামের দুই মাটি ব্যবসায়ীকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাহমুদুল উপজেলার ঢনঢনিয়া সিরিরচালা এলাকার আবু হাসানের ছেলে এবং আশরাফ কালিয়ান গ্রামের আবুবকর সিদ্দিকীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার শিরিরচালা ও কালিয়ান এলাকায় পৃথকভাবে উচুঁ টিলার মাটি কাটার সংবাদ পেয়ে ইউএনও ফারজানা আলম ঘটনাস্থলে যান। ঘটনার সত্যতা নিশ্চিত হলে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী দুইজনকে দুই লক্ষ টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম বলেন, পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ অনুযায়ী উঁচু টিলার মাটি কাটার অপরাধে দুই জনকে দুই লক্ষ টাকা জমিরানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership