
১৪ অক্টোবর (শুক্রবার) ভোর ৩ টার দিকে সখীপুর-সাগরদিঘী সড়কের সাবেদের চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সখীপুরগামী প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা খায়। ফলে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক শাহীন মারা যান। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ছানোয়ারকে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়।
নিহত শাহীন সখীপুর পৌর এলাকার ৮ নং ওয়ার্ড(মিলপাড়) এলাকার হাফিজ উদ্দিনের ছেলে, এবং আহত ছানোয়ার একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে।
সখীপুর থানার এসআই দেলোয়ার হোসেন জানান, দুর্ঘটনায় নিহত একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ওভারস্পীডের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।