
কালিহাতী
টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে কালিহাতীতে সদস্য পদে নির্বাচিত হলেন মোঃ আয়নাল হক
সাইদুর রহমান সমীর: টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে ৬ নং ওয়ার্ডে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন ১২২ ভোট পেয়ে তালা প্রতিকের প্রার্থী মোঃ আয়নাল হক।
তার নিকটতম প্রার্থী মোঃ হাছানুজ্জামান তালুকদার রন্জু টিউবওয়েল প্রতিকে পেয়েছেন ৭০ ভোট অপর প্রার্থী ইঞ্জিনিয়ার কামাল আহমেদ হাতী প্রতিকের পেয়েছেন ৪ ভোট ।
কালিহাতী উপজেলা অডিটরিয়ামে সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন করা হয়। উপজেলার ১৩ টি ইউনিয়ন ও দুটি পৌরসভা উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইসচেয়ারম্যানসহ মোট ১৯৮ জন ভোটারের মধ্যে ১৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং ২ জন ভোটার অনুপস্থিত ছিলেন।