
সখীপুর
সখীপুরে মেধাবিকাশ সংগঠন কর্তৃক আয়োজিত শিক্ষা বৃত্তি-২০২২ এর ফরম পূরণ শুরু
সখীপুর উপজেলার অন্তর্গত বড়চওনা'তে এইচ.এস.সি পাসকৃত শিক্ষার্থীদের নিয়ে গঠিত মেধাবিকাশ সংগঠন কর্তৃক আয়োজিত এই মেধা শিক্ষাবৃত্তি।
৩য় থেকে ১০ম শ্রেণি পর্যন্ত আগ্রহী সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে আগামী ১৭ ডিসেম্বর,শনিবার একটি শিক্ষাবৃত্তির আয়োজন করা হবে।
ইতিমধ্যে বৃত্তি ফরম ছাড়া শুরু হয়েছে সখীপুর উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে।
আবেদনের শেষ সময়সীমা ৩০ নভেম্বর,বুধবার।
ফরম ফি-
৩য় থেকে ৫ম শ্রেণি--১৫০ টাকা,
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি--২০০ টাকা,
নির্দিষ্ট সিলেবাসের উপর ভিত্তি করে পরীক্ষা নেওয়া হবে এবং ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ, ক্রেস্ট ও নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হবে।
যে সকল ছাত্র-ছাত্রী/শিক্ষার্থীরা এই বৃত্তি_পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের নিচের বৃত্তি ফরম ও সিলেবাসে দেয়া নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো।
যে কোন তথ্যের জন্য যোগাযোগ:
মেধাবিকাশ সংগঠন
০১৭১০-৩০২০৬৪