
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
সিম বিক্রয়ে নিষেধাজ্ঞা! গ্রামীণফোনের গ্রাহক কমেছে ২৯ লাখ
গত জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে গ্রামীণফোনের গ্রাহক কমেছে ২৯ লাখ। সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা থাকায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে গ্রাহক কমেছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে গ্রামীণফোন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেবার মান উন্নত না করা পর্যন্ত গ্রামীণফোন সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। সেপ্টেম্বর শেষে গ্রামীণফোনের মোট গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১৮ লাখ। এর মধ্যে ৫৫ দশমিক ৬ শতাংশ অর্থাৎ ৪ কোটি ৫৫ লাখ গ্রাহক ইন্টারনেট ব্যবহারকারী।জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে ১১ হাজার ২৮৭ কোটি টাকা রাজস্ব আয় করেছে গ্রামীণফোন, যা আগের বছরের একই সময়ের তুলনায় তুলনায় ৫ দশমিক ৭ শতাংশ বেশি।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও শক্তিশালী বাজার কার্যক্রম পরিচালনার মাধ্যমে গ্রামীণফোন আয়ে প্রবৃদ্ধি অব্যাহত রাখতে পেরেছে। জুনের শেষ থেকে সিম বিক্রির ওপর নিয়ন্ত্রক সংস্থার নিষেধাজ্ঞার কারণে তৃতীয় প্রান্তিকে নেতিবাচক প্রভাব পড়েছে। ফলে গ্রাহকসংখ্যা কমেছে। তিনি জানান, জুন প্রান্তিকের তুলনায় সেপ্টেম্বর প্রান্তিক শেষে গ্রাহক কমেছে ৩ দশমিক ৪ শতাংশ। এ নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।গ্রামীণফোন লিমিটেডের প্রধান আর্থিক কর্মকর্তা ইয়েন্স বেকার বলেন, টানা ছয় প্রান্তিকে গ্রামীণফোন সামগ্রিক আয়ে প্রবৃদ্ধি বজায় রেখেছে।
তৃতীয় প্রান্তিকে গ্রামীণফোনের ইপিএস ৬ টাকা ৭২ পয়সা : জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে গ্রামীণফোন। গত বুধবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে দেখা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬ টাকা ৭২ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৬ টাকা ৩৪ পয়সা। শেষ প্রান্তিক মিলিয়ে গত ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৯ টাকা ৫৪ পয়সা।
গত বছরের একই সময়ে তা ১৯ টাকা ২৩ পয়সা ছিল। ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৩১ টাকা ৪৮ পয়সা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার ২৮৬ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। এটি শেয়ারটির ফ্লোর প্রাইস। এ দামে শেয়ারটি প্রায় দেড় মাস ধরে ঠায় দাঁড়িয়ে রয়েছে। শেয়ারটির বর্তমান দাম অনুযায়ী এর পিই রেশিও ১১ দশমিক ১৮ পয়েন্ট।