শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

সমাজসেবার নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক জুবায়ের

পিরোজপুরে সমাজসেবা ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষায় প্রক্সি হিসেবে পরীক্ষা দেওয়ায় মো. জুবায়ের হোসেন নামে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। 

আটককৃত জুবায়ের নাটেরের গুরুদাসপুর উপজেলার নাজিরহাট মোল্লাপাড়া এলাকার মো. আরশেদ আলীর ছেলে।

শুক্রবার বেলা ১১টায় পরীক্ষা চলাকালীন তাকে পিরোজপুর পিটিআই কেন্দ্র থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সুপারিনটেনডেন্ড মোল্যা ফরিদ আহম্মেদ।
 
তিনি বলেন, আমাদের এ সেন্টারে ৪৫০ জনের মধ্যে ১৩৩ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। আমরা এক প্রক্সি পরীক্ষার্থীকে বহিষ্কার করেছি। আমরা সবকিছু মিলিয়ে দেখলে হাতের লেখা ও বিভিন্ন দিক থেকে তাকে ভুয়া পরীক্ষার্থী হিসেবে চিহ্নিত করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম জাহান। 

সে অন্য একজনের পরীক্ষা দিতে আসছিল, যা আমরা প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারায় বহিষ্কার করে থানায় হস্তান্তর করেছি।

সদর উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম জাহান বলেন, ওই পরীক্ষার্থীকে আটক করে হল সুপার মামলা করলে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.