INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে ওসির হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

সখীপুরে ওসির হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

টাঙ্গাইলের সখীপুরে নবম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীর বাল্য বিয়ে ভেঙে দিলেন ওসি মো. রেজাউল করিম। 

বুধবার বিকেলে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাহারতা এলাকায় এ বিয়ে ভেঙে দেন তিনি। এসময় মেয়ের অভিভাবক মেয়েকে ১৮ বছরের আগে বিয়ে না দেয়ার প্রতিশ্রুতি দিলে ওই বাড়ি থেকে চলে আসে পুলিশ। 

সে সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার কাহারতা এলাকায় বাল্য বিয়ের খবর পেলে পুলিশ নিয়ে ঘটনা স্থলে যাই। 

বিয়ের আয়োজন বন্ধ করে দিয়ে মেয়ের পরিবারকে বাল্য বিয়ের কুফল সম্পর্কে বুঝাই। তারপর মেয়ের পরিবার মেয়েকে বাল্য বিয়ে না দেয়ার প্রতিশ্রুতি দিলে আমরা চলে আসি।