INFO Breaking
Live
wb_sunny

Breaking News

মধুপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

মধুপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

টাঙ্গাইলের মধুপুর উপজেলার পীরগাছা রাবার বাগান এলাকায় গলায় রশি পেঁচিয়ে চালককে হত্যা করে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৩ অক্টোবর) রাতে পীরগাছা রাবার বাগানের ভবানীটেকি বাজারের পাশে একটি ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


নিহত অটোরিকশা চালক ইয়াকুব আলী(২২) পাশের ধনবাড়ী উপজেলার ভাইঘাট জমশেদপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।


পরিবারের সদস্যরা জানায়, রোববার (২ অক্টোবর) সকালে ইয়াকুব তার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।


মধুপুর থানার পরিদর্শক ফরহাদ হোসেন জানান, বিষঢটি পুলিশকে জানানোর পর চর্তুদিকে তাদের কয়েকটি দল ইয়াকুবকে খুঁজতে থাকে। পরে সিআইডির বিশেষজ্ঞ দল সোমবার রাতে মরদেহ উদ্ধার করে। এসময় তার অটোরিকশাটি পাওয়া যায়নি।

মঙ্গলবার (৪ অক্টোবর) মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় যাত্রীবেশী দুর্বৃত্তরা তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে।