
সাইদুর রহমান সমীর,টাঙ্গাইলপ্রতি নিধি: করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে কালিহাতীতে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োয়েনটেক COMIRNATY, কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা সদরের সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের জাতীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাহেদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন, উপজেলা শিক্ষা অফিসার আমিরুল ইসলাম,