INFO Breaking
Live
wb_sunny

Breaking News

কালিহাতীতে চোরাই  স্বর্নের জমজমাট ব্যবসা

কালিহাতীতে চোরাই স্বর্নের জমজমাট ব্যবসা

টাঙ্গাইল প্রতিনিধি ;টাংগাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ বাজারে অবৈধ স্বর্নের চোরাই ব্যবসার অভিযোগ উঠেছে। জানা যায় আউলিয়াবাদ মাঝিপাড়া গ্রামের শ্রী হরিরাম রাজবংশীর ছেলে পরিক্ষিত রাজ বংশী দীর্ঘদিন যাবৎ চোরাই স্বর্নের ব্যবসা করে আসছে। 

কিছুদিন আগে হারান রাজবংশী আউলিয়াবাদ বাজারে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করতে বর্তমানে তার ছেলে পরিক্ষিত রাজবংশী অবৈধ স্বর্নের চোরাই ব্যবসা করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। 

এ ব্যাপারে পরিক্ষিত রাজবংশীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন হ্যাঁ আমি স্বর্নের ব্যবসা করি এয়ারপোর্ট, কাষ্টমস থেকে পাশ নিয়ে আসছি। সরোজমিনে তার কাছে তার কাছে কাষ্টমসের কাগজপত্র চাইলে দেখাতে ব্যর্থ হয়। 

এ ব্যাপারে তাৎক্ষণিক টাঙ্গাইল পুলিশ সুপারের কাছে মুঠোফোনে অবহিত করলে তিনি বলেন কখন কোথায় কিভাবে বেচা কেনা হয় তাৎক্ষণিক আমাকে জানাবেন আমি প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহন করবে ।