মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

আইইডি বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে আইইডি বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও একজন। 

সোমবার(৩ অক্টোবর) সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় ৪ অক্টোবর রাত ১টা ৩৫ মিনিট) বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি গাড়িতে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের ওই ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর- আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিহত তিন শান্তিরক্ষী হলেন সৈনিক জসিম উদ্দিন, সৈনিক জাহাংগীর আলম ও সৈনিক শরিফ হোসেন। জসিমের বয়স বয়স ৩১ বছর। তা বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানার কাটিঙ্গায়। 

জাহাংগীর আলম (২৬) নীলফামারী জেলার ডিমলা থানার দক্ষিণ টিট পাড়া গ্রামের বাসিন্দা। অন্যদিকে সৈনিক শরিফ হোসেনের (২৬) বাড়ি সিরাজগঞ্জের বেলকুচির থানার বাড়াক রুয়া গ্রামে।

আইইডি বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত
আইএসপিআর জানায়, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের পশ্চিম সেক্টরে বোয়ার এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক ব্যাটালিয়ন (ব্যানব্যাট-৮) গত বছরের ৯ নভেম্বর থেকে শান্তিরক্ষায় নিয়োজিত। দুর্গম এলাকায় মোতায়েন অন্যতম অস্থায়ী ক্যাম্প কুই হতে পরিচালিত যান্ত্রিক টহলের একটি দল মেজর আশরাফের নেতৃত্বে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় কাইতা এলাকায় টহলে যায়।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে সেখান থেকে ফেরার সময় টহল কমান্ডার মেজর আশরাফকে বহনকারী প্রথম গাড়িটি মাটিতে পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে পরে। এতে গাড়িটি প্রায় ১৫ ফুট দূরত্বে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই সৈনিক শরিফ, সৈনিক জাহাংগীর ও সৈনিক জসিম মারাত্মকভাবে আহত হন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.